এক গ্লাস গরম দুধের সাথে মিশ্রণটি ৩ থেকে ৪ চামচ মিশিয়ে হালকা ঠাণ্ডা করে সেবন করতে পারবেন। তবে ফ্রিজিং করার পর ঠাণ্ডা করে সেবন করলে বেশি মজাদার লাগে। যাদের দুধ খাওয়ার প্রতি এলার্জি বা অনিহা থাকে তারা পানি অথবা যে কোন জুসের সাথে মিশিয়েও খেতে পারেন। এছাড়া অন্যান্য খাবার, যেমনঃ দই, পায়েস, ফালুদা, ফিরনি, সেমাই, রসগোল্লার উপর ছিটিয়ে খেলেও খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়।
জাফরান বাদাম মিল্কশেক পাউডার সংরক্ষণের নিয়মাবলীঃ
মিশ্রণটি সম্পূর্ণ হোমমেড প্রক্রিয়ায় তৈরি। ব্যবহারের পরে বোতলের মুখ ভালোভাবে বন্ধ থাকা অবস্থায় ফ্রিজের নরমাল অংশে রেখে অনায়াসে ৩ থেকে ৪ মাস ব্যবহার করতে পারবেন। এতে মিশ্রণটির গন্ধ এবং স্বাদে কোন প্রকার পরিবর্তন আসবে না। যেহেতু মিশ্রণটি বিভিন্ন বাদাম দিয়ে তৈরি তাই বাহিরে রেখে ব্যবহার করলে একটা গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।