অশ্বগন্ধা কে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের নয়নমণি। যার উপকারিতা হাতে গুণে শেষ করা যাবে না।
বিশেষজ্ঞরা বলেন:- প্রাকৃতিক ক্যালসিয়াম, ভিটামিনের ঘাটতি, বাত ব্যথা, অনিদ্রা ও ওজন বাড়াতে অশ্বগন্ধার বিকল্প নেই। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ।