ত্রিফলা রস সেবনে জীবন ধ্বংসকারী গ্যাস্টিক ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করুন। একাধিক উপকারিতা সম্পন্ন ত্রিফলার রস যাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ, গ্লুকোসাইড , ভিটামিন ও এন্টিঅক্সিডেন্ট এর মত রোগ প্রতিরোধকারী শক্তিশালী উপাদান যা নিয়ম মেনে সেবন করলে ম্যাজিকের মতো কাজ করবে।